হাসবে কৃষক, বাঁচবে দেশ
এই স্লোগানকে সামনে রেখে আধুনিক কৃষি ও কৃষকের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আলোক এগ্রো লিমিটেড কৃষি পণ্য আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ২০২৫ সালে যাত্রা শুরু করে। আলোক এগ্রো লিমিটেড কৃষির ভবিষ্যৎ গঠনের নেতৃত্ব দানে প্রতিশ্রুতিবদ্ধ।
আধুনিক কৃষি ও কৃষকের কথা মাথায় রেখে চাষী ভাইদের জন্য উন্নত মানের কৃষি উপকরণ তথা বালাইনাশক, সার, অনুখাদ্য ও পিজিআর উৎপাদন চালু করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিলার এবং কৃষক মহলে বেশ সুনাম অর্জনের পাশাপাশি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। আলোক এগ্রো লিমিটেড আগামীর জন্য খাদ্য নিরাপত্তা অর্জনে নতুন ও উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করছি এবং কৃষির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি।
DiscoverEmpowering Sustainable Agriculture
Providing innovative solutions for farmers to enhance productivity and sustainability.