Home / About
মিশন ও ভিশন
Welcome to National AgriCare
১. উন্নত মানের বালাইনাশক, সার, অনুখাদ্য ও পিজিআর প্রদানের মাধ্যমে কৃষিতে বিরূপ ঘটনা হ্রাস করে ফসলের ফলন বাড়ায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।
২. আমাদের কৃষি পণ্য কৃষক ভাইদের কাছে সহজে সহজলভ্য করার জন্য সারাদেশে বিতরণ নেটওয়ার্ক তৈরি এবং দক্ষ জনবল তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে।
৩. গুণগতমানের বালাইনাশক, সার, অনুখাদ্য ও পিজিআর প্রদানের সুলভমূল্যে কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়া।