Skip to Content

Home / About

About

আলোক এগ্রো লিমিটেডে আপনাকে স্বাগতম!

হাসবে কৃষক, বাঁচবে দেশ — আধুনিক কৃষিতে আলোক এগ্রো লিমিটেডের অঙ্গীকার

হাসবে কৃষক, বাঁচবে দেশ”— এই স্লোগানকে সামনে রেখে আধুনিক কৃষি ও কৃষকের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আলোক এগ্রো লিমিটেড কৃষি পণ্য আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। আলোক এগ্রো লিমিটেড কৃষির ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দানে প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নত কৃষি উপকরণে কৃষকের আস্থা, খাদ্য নিরাপত্তায় উজ্জ্বল ভবিষ্যৎ

আধুনিক কৃষি ও কৃষকের কথা মাথায় রেখে চাষী ভাইদের জন্য উন্নত মানের কৃষি উপকরণ তথা বালাইনাশক, সার, অনুখাদ্য ও পিজিআর উৎপাদন চালু করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিলার এবং কৃষক মহলে বেশ সুনাম অর্জনের পাশাপাশি বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। আলোক এগ্রো লিমিটেড আগামীর জন্য খাদ্য নিরাপত্তা অর্জনে নতুন ও উদ্ভাবনী সমাধান প্রদানে সদা সচেষ্ট। দেশের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছি এবং কৃষির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি।